টেস্ট থেকে অবসর নিলেন ডুমিনি

SHARE
PORT ELIZABETH, SOUTH AFRICA - FEBRUARY 21: JP Duminy of South Africa celebrates his 100 during day 2 of the 2nd Test match between South Africa and Australia at AXXESS St Georges on February 21, 2014 in Port Elizabeth, South Africa. (Photo by Duif du Toit/Gallo Images/Getty Images)

PORT ELIZABETH, SOUTH AFRICA - FEBRUARY 21: JP Duminy of South Africa celebrates his 100 during day 2 of the 2nd Test match between South Africa and Australia at AXXESS St Georges on February 21, 2014 in Port Elizabeth, South Africa. (Photo by Duif du Toit/Gallo Images/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

রঙ্গিন পোশাকে ভালো করার লক্ষে ক্রিকেটের সাদা পোশাক তুলে রাখলেন দক্ষিণ আফ্রিকার জে পি ডুমিনি।

স্থানীয় সময় শুক্রবার টেস্ট ও প্রথম শ্রেনীর ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন প্রোটিয়া এ অলরাউন্ডার। দেশটির দৈনিক পত্রিকার ইন্ডিপেনডেন্টকে দেয়া সাক্ষাতকারে ডুমিনি বলেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে দেশকে আরো বেশি কিছু দিতে চাই। সেজন্য সাদা পোশাক থেকে বিদায়।

সবার কাছে সহযোগিতাও চেয়েছেন তিনি। গত দেড় দশকের বেশি সময়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৬টি টেস্ট এবং কেপ কোবরার হয়ে ১০৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ডুমিনি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকান এ  ব্যাটসম্যানের।