ডেস্ক রিপোর্ট:
পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বিচারপতি আসিফ সায়েদ খোসার নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ শুক্রবার সকালে এই রায় দেন।
নওয়াজ শরিফ, তাঁর সন্তান ও জামাতা এবং অর্থমন্ত্রী ইসহাক দারের করা রিভিউ আবেদনের শুনানি শেষে, এই রায় দেয়া হয়। রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায়, সংসদ সদস্য হিসেবে নওয়াজ শরীফের অযোগ্যতার বিষয়ে পূর্বের রায় বহাল থাকবে।
এর আগে পানামা পেপারসের মামলায় গত ২৮ জুলাই ৬৭ বছর বয়সী নওয়াজ শরিফকে অসততার দায়ে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করেন পাকিস্তানের উচ্চ আদালত। ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি রিভিউ আবেদন করেন নওয়াজ শরীফের আইনজীবী।