স্পোর্টস ডেস্ক:
লিগ ওয়ানে ঘরের মাঠে দুর্দান্ত অভিষেক হলো ব্রাজিলিয়ান তারকা নেইমারের। তার জোড়া গোলে রোববার রাতে তুজুলকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পিএসজি।
প্যারিসের পার্ক ডেস প্রিন্সেস স্টেডিয়ামে স্রোতের বিপরীতে ১৮ মিনিটে মাক্র গ্রাদেলের গোলে এগিয়ে যায় তুলুজ। ৩১ মিনিটে নেইমার দলকে সমতায় ফেরান। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাবিও।
২-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান এদিনসন কাভানি। ৭৮ মিনিটে জুলিয়ার তুজুলের হয়ে দ্বিতীয় গোল করেন। এরপর আরও তিনটি গোলের দেখা পায় পিএসজি।
হাভিয়ের পাস্তোর, লেইভিন কুরজাওয়া ও নেইমার দলকে গোল উপহার দেন। শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।