রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলামের হত্যার প্রতিবাদে তৃতীয় দিনের মতো শিক্ষক সমিতির ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ কর্মসূচি চলছে। এ সময় অপরাধীদের গ্রেফতারে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়।
মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা নেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে শিক্ষক সমিতি। এর আগে সোমবার এই কর্মসূচি পালন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জানা যায়, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে খুনিদের চিহ্নিত করে গ্রেফতার করা না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ড. শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।