বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া সার্কিট হাউজ থেকে নীলফামারী রওনা হওয়ার আগে তিনি এ আহ্বান জানান।
খালেদা জিয়া নিজ দল ও জোটের বগুড়া জেলার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামীতে যেকোন আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতি নিন।’
এ সময় সাবেক এই প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বগুড়ার মানুষের ভালোবাসায়, আতিথেয়তায় আমি মুগ্ধ। বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি। এখানে এলে আমার মনে হয় নিজের বাড়িতেই এসেছি।’
সংক্ষিপ্ত বক্তব্য শেষে খালেদা জিয়ার গাড়িবহর নীলফামারী রওনা হয়। বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গীদের সূত্রে জানা যায়, বগুড়া থেকে মহাস্থানগড়, মোকামতলা, গোবিন্দগঞ্জ ও রংপুর হয়ে বিকেল নাগাদ নীলফামারী জেলা সার্কিট হাউজে পৌঁছবেন খালেদা জিয়া।
সেখানে বিশ্রাম ও দুপুরের খাবারের পর বিকেল ৪টার দিকে নীলফামারীতে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।