বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সকে ১৮৮ রানের টার্গেট দিয়েছে চিটাগাং ভাইকিংস। প্রায় আড়াই বছর পর শুরু হওয়া বিপিএল শুরু হলো। এ ম্যাচে শুরুটা ভালোই করেছিল চিটাগাং ভাইকিংস। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে চিটাগাং দল। তবে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের বিদায়ের পর হঠাৎ বিপর্যয়ে পড়ে তার দল চিটাগাং। আজ রবিবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম। এদিকে দিনের অন্য খেলায় সন্ধ্যা ৬টায় ঢাকা ডাইনামাইটস মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
ব্যাট করতে নেমে মাত্র উদ্বোধনী জুটিতে ৪ ওভারে আসে ৫২ রান। এরপর আউট হন দিলশান। তিনি করেন ১৬ বলে ২৯ রান। পরে এনামুল বিজয়কে সাথে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন তামিম। একসময় মনে হয়েছিল সাকিবের রংপুরের বিপক্ষে বড় স্কোরই গড়তে চলেছে তামিমরা। কিন্তু তামিমের বিদায়ে হঠাৎ ছন্দপতন শুরু হয় চিটাগাংয়ের ব্যাটিং লাইনে। তামিম ৩২ বলে ৫১ রান করে আউট হন। তামিমের পর দ্রুত ফিরে যান এনামুল। ৩৬ রান করেন তিনি। এরপর জিয়াউর রহমান ২ এবং চিগাম্বুরা ১ রান করে আউট হন। তবে জীবন মেন্ডিস এবং আসিফের ব্যাটে আবার ঘুরে দাঁড়ায় চিটাগাং।