মুক্তি পেলেন মিশরে আটক আল-জাজিরার সাংবাদিক

SHARE

প্রায় ১০ মাস যাবৎ মিশরের কারাগারে আটক থাকার পর অবশেষে মুক্তি পেলেন কাতারভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরার আরব সাংবাদিক আব্দুল্লাহ আলসামি।image_96440_0

মঙ্গলবার মিশরের স্করপিয়ন কারাগার থেকে আটক করার ৩০৭ দিন পর মুক্তি দেয়া হয়।
২০১৩ সালের ১৪ অগাস্ট মিশরের রাজধানী কায়রেরা রাবা আল আদাওয়েআ স্কয়ারে উৎখাতকৃত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের অবস্থান ধর্মঘট তুলে দেয়ার সামরিক অভিযান চলাকালীন আল জাজিরার হয়ে সংবাদ সংগ্রহকালে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর কোন চার্জ গঠন ছাড়াই তাকে স্করপিয়ন কারাগারে আটক রাখা হয় এবং বহির্বিশ্বের অসংখ্য আহ্বান প্রত্যাখ্যান করে তার আটকাবস্থা বহাল রাখা হয়।
এর প্রতিবাদে চলতি বছরের জানুয়ারি থেকে তিনি অনশন শুরু করেন।
সোমবার ১৬ জুন তাকে মুক্তিদানের আদেশ দেয় আদালত। মঙ্গলবার নিঃশর্ত মুক্তিদানের পূর্বে তাকে নাসের সিটি পুলিশ স্টেশনে নেয়া হয় বলে জানা যায়।