এক বছর ধরে জাতীয় দলে না থাকলেও টি-২০ ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ উইকেটশিকারী ছিলেন আব্দুর রাজ্জাক। রোববার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-২০ তে অগ্রজ রাজ্জাকে সরিয়ে দেশের সর্বোচ্চ উইকেটশিকারী হলেন সাকিব আল হাসান।
রোববার ম্যাচে ২৪ রানে ১ উইকেট নেয়া সাকিব ডেভিড মিলারকে এলবির ফাঁদে ফেলেন। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে নিয়ে যায় বাঁহাতি এই স্পিনারকে। টি-২০ তে ৩৭ ম্যাচে সাকিবের উইকেটসংখ্যা এখন ৪৫। এত দিন ৩৪ ম্যাচে ৪৪ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে ছিলেন রাজ্জাক। তৃতীয় স্থানে থাকা মাশরাফির সংগ্রহ ৩০ ম্যাচে ২৬ উইকেট।
অবশ্য ব্যাটিংয়েও টি-২০ তে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সাকিব। আট শের বেশি রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা তামিমের সংগ্রহ ৭২১ রান। মুশফিক রয়েছেন তৃতীয় স্থানে।