তরুণদের মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, তরুণরা দেশপ্রেমিক হলে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন হবে।
রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘প্রবাসী বাঙালির মুক্তিযুদ্ধ এবং ড. মাহবুবুল আলম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।
এ সময় তরুণদেরকে প্রবাসী মুক্তিযোদ্ধা ড. মাহবুবুল আলমের আদর্শকে অনুসরণের আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। অন্যদেরকে জানতে উৎসাহিত করতে হবে। আর সবার মধ্যে দেশপ্রেম থাকলে প্রবাসে বসেও দেশের জন্য কিছু করা যায়।’
সাহিত্য প্রকাশের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন অর্থমন্ত্রী সাইদুজ্জামান , মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বইটির লেখক ও ড. মাহবুবুল আলমের স্ত্রী সালমা আলম এবং আওয়ামীলীগ নেতা মুকুল চৌধুরী উপস্থিত ছিলেন।