বিএনপির আন্দোলনের সময় পুলিশ পট্রেলবোমা মেরেছে্- দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন অভিযোগ মিথ্যা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
রোববার দুপুরে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আইজিপি বলেন, “বোমা হামলার ঘটনায় অনেকে গ্রেফতার হয়েছেন, “তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তাদের সম্পর্কে দলীয় পরিচয়সহ সব তথ্য আমাদের কাছে আছে। আপনারা (সাংবাদিক) চাইলে নিতে পারেন।”
আইজিপি বলেন, “দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে জাতি দায়িত্বশীল বক্তব্য আশা করে।”
শনিবার সুপ্রিম কোর্ট বার সমিতির ইফতার অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ চলাকালে পুলিশ পেট্রলবোমা মেরে এর দায় বিরোধী দলের ওপর চাপিয়েছে।