রাজধানীর তুরাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে গয়েশ্বরের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
এর আগে গত ৬ মে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
পরে এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত ২৪ মে গয়েশ্বরের জামিন স্থগিত করে আপিল বিভাগ। এরপর গয়েশ্বরের আইনজীবী আপিল বিভাগে আবারো জামিন আবেদন করেন। আজ শুনানি শেষে আপিল বিভাগ তার জামিন বহাল রাখলেন।
এদিকে রাজধানীর বকশীবাজার ও শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় হাইকোর্ট থেকে আগেই জামিন পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর হরতাল-অবরোধের সময় রাস্তায় তিন কাটাযুক্ত তারকাটা বিছানোর পরিকল্পনার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে পুলিশ।