পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

SHARE

sri pakiপাকিস্তানকে দুরমুশ করে টেস্ট সিরিজে সমতায় ফিরলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজরা৷ ঘরের মাটিতে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে ম্যাথিউজ অ্যান্ড কোম্পানি৷ দ্বিতীয় টেস্টে সোমবার মিসবাহ-উল-হকদের সাত উইকেটে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-১ করে ফেলল শ্রীলঙ্কা৷ টেস্টের পঞ্চম তথা শেষ দিন ১৫৩ রানের লক্ষ্যে নেমে ৩ উইকটে হারিয়ে ২৬.৩ ওভারেই রান তুলে নেন ম্যাথিউজরা৷ দিমুথ করুনারত্নে ৫০ রান করেন৷ ৪৩ রানে অপরাজিত থাকেন লঙ্কা অধিনায়ক৷

ধামিকা প্রসাদ (৩ উইকেট) ও থারিন্দু কুশলের (৫উইকেট) ঝোড়ো বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় সফরকারী দল৷ জবাবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৩১৫৷ শ্রীলঙ্কার হয়ে কুশল সিলভা সর্বোচ্চ ৮০ রান করেন৷ শ্রীলঙ্কার পথে বড় বাধা হয়ে দাঁড়ালেন স্পিনার ইয়াসির শাহ৷ ৬টি উইকেট তুলে নেন তিনি৷

দ্বিতীয় ইনিংসে আজহার আলির চওড়া ব্যাটে ভর করে ম্যাচে ফেরে পাক দল৷ ১১৭ রান করে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন আলি৷ সেই সুবাদেই ইনিংস হার থেকে রক্ষা পায় পাকিস্তান৷ ৩৩৯ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস৷ দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট ঝুলিতে ভরে ম্যাচ সেরা হন প্রসাদ৷ দু’ইনিংস মিলিয়ে ইয়াসিরের সংগ্রহ ৮টি উইকেট৷ গলে প্রথম টেস্টে ঘরের দলকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান৷ শুক্রবার পাল্লেখেলেতে শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল৷