পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২২ হাজার কোটি নতুন টাকা বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ২ জুলাই থেকে এসব নতুন টাকা ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, এ ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৯ হাজার ৫শ’ টাকার নতুন টাকা নিতে পারবেন। তবে কয়েন পাওয়া যাবে ইচ্ছেমতো।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় তিনটি কাউন্টার ও একটি ভিআইপিসহ রাজধানীতে ১৮ ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে।
রাজধানীর বাইরে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসসমূহেও পাওয়া যাবে নতুন টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ২ তারিখ থেকে নতুন টাকা বাজারে ছাড়া হবে। প্রাথমিক অবস্থায় ২২ হাজার কোটি টাকার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।