আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাফরুর বলেছেন, আপিল বিভাগে আমার পিতা ন্যায়বিচার পায়নি। ট্রাইব্যুনালে ন্যায়বিচার না পাওয়ায় আমরা আপিল করেছিলাম। কিন্তু এখানেও ন্যায়বিচার পেলাম না।
মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগে মুজাহিদের ফাঁসি বহাল রাখার পর আপিল বিভাগ থেকে বের হয়ে রায়ের প্রতিক্রিয়ায় আলী আহমদ মাফরুর এ কথা বলেন।
তিনি বলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।