শিক্ষক মূল্যায়নের মাধ্যমে নিজেকে চেনা যায়

SHARE

farzanaজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত মার্কেটিং বিভাগে আজ ‘Workshop on Self-Assessment  Program’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষদ সেমিনার কক্ষে সকাল এগারোটায় প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনকালে উপাচার্য শিক্ষক মূল্যায়নের মাধ্যমে নিজেকে চেনা যায় বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। সভাপতিত্ব করেন অনুষদ ডিন অধ্যাপক ড. আমির হোসেন।

আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহেদুর রশিদ ও অধ্যাপক ড. তপন কুমার সাহা।

মার্কেটিং বিভাগের সভাপতি ফারহানা সেহ্রীনের পরিচালনায় কর্মশালায় অনুষদের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।