একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: হাসান আলীর রায় মঙ্গলবার

SHARE
tribunalএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের তাড়াইলের রাজাকার পলাতক সৈয়দ হাসান আলীর মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।
বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সোমবার সকালে এ দিন ধার্য করেন।
গত ২০ এপ্রিল উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।
গত বছরের ১১ নভেম্বর হাসান আলীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের ৬টি মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার ছিলেন হাসান আলী। সে সময় তিনি তাড়াইল থানা এলাকায় ‘রাজাকারের দারোগা’ নামে পরিচিত ছিলেন।