ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রোববার বিকেলে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও রওশন এরশাদ।
বিকেল ৪টার দিকে সোনারগাঁও হোটেলে মোদি-খালেদা বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে বিকেল ৩টায় একই স্থানে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
বিএনপি সূত্র জানায়, মোদির সঙ্গে বৈঠকে বিএনপিকে ভারতের মিত্র হিসেবে তুলে ধরবেন খালেদা জিয়া। বিএনপি ভারতবিরোধী নয় এ বার্তাও দেবেন। ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে ভারতবিরোধী তৎপরতা চলতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করবেন।
বৈঠকে খালেদা জিয়া বিএনপিকে কর্মসূচি পালনে বাধা ও দলের নেতাকর্মীদের ঢালাও ধরপাকড়ের বিষয়টিও তুলে ধরবেন। এ ইস্যুতে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের মনোযোগ চাইবে বিএনপি।
এ ছাড়া ভারতের শিলংয়ে চিকিৎসাধীন দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের প্রসঙ্গও থাকবে মোদি-খালেদার বৈঠকে।
মাহবুবুর রহমান জানান, তিস্তার পানি বণ্টন, বাণিজ্য ঘাটতি দূর করা, সীমান্ত হত্যা বন্ধের দাবি বৈঠকে মোদির সঙ্গে সাক্ষাতে তুলে ধরা হবে।