প্রার্থনা পরিদর্শন ও উদ্বোধন শেষে সোনারগাঁওয়ে মোদি

SHARE

modi sonarganঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সফরের দ্বিতীয় দিন শুরু করেন ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে। পরে তিনি রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন।

এর পর ছুটে যান বারিধারায় ভারতীয় হাইকমিশনে। সেখানে নতুন চ্যান্সারি ভবন ও অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন শেষে ফিরে আসেন হোটেল সোনারগাঁওয়ে।

রোববার সকাল ৮টা ৪২ মিনিটে নরেন্দ্র মোদি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শনে যান। সেখানে কিছু সময় অবস্থান করেন, প্রার্থনায় অংশ নেন এবং সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

সেখান থেকে যান রামকৃষ্ণ মন্দিরে পৌছান ৯টা ৯ মিনিটে। সেখানে তিনি প্রার্থনায় অংশ নেন এবং সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

এরপরে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনে করবেন মোদি। সেখানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে ফিরে আসেন হোটের সেনারগাঁওয়ে।