
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান শনিবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কথিত মানবতাবিরোধী অপরাধে মিথ্যা, বায়বীয়, কাল্পনিক ও সাজানো অভিযোগের ভিত্তিতে বিচারের নামে প্রহসনের আয়োজন করে জামায়াত নেতৃবৃন্দকে সরকার একে একে হত্যা করছে। ‘
বিবৃতিতে জামায়াত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমযান শুরুর পূর্বে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি। রাষ্ট্রীয় সন্ত্রাস, সরকারের জুলুম-নির্যাতন ও পরিকল্পিত হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ৮ জুন সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।