আশুলিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এসআইসহ আহত ২

SHARE

সাভারের আশুলিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোমাইল বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আশুলিয়া থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম ও ড্রাইভার রবিন।

পুলিশ জানায়,রাতে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় এসআই মনিরুলসহ পুলিশে একটি টিম আসামি ধরতে অভিযান পরিচালনা করে। এসময় আসামিরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এসআই মনিরুল ও ড্রাইভার রবিন আহত হন। পরে তাদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের জুনিয়ার অফিসার মোঃ রফিক বলেন, রাতে আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মনিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অপর জন রবিন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে বলে জানান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, রাতে পুলিশের একটি টিম আসামি ধরার জন্য অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে উপপরিদর্শক মনিরুল গুরুত্বর আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই আসামিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।