আগামী ১৫ জানুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এবারের আসর অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। বৈশ্বিক আসরকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। এবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ রয়েছে এই কিউইদের বিপক্ষে।
আসন্ন যুব বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম জোন্স। অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন আরিয়ান মামন, ম্যাসন ক্লার্ক, জাসকুরান সেন্ধু ও স্নেহিথ রেড্ডি। সম্প্রতি ভালো পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন উগো বোগে, ব্র্যান্ডন মাতজোপৌলোস, মার্কো আলপে ও জ্যাকব কটার। সাবেক নিউজিল্যান্ড ব্যাটার অ্যান্টন ডেভচিচ দলের প্রধান কোচ।
এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিউজিল্যান্ড তাদের প্রতিযোগিতা শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তাদের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও বাংলাদেশ।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম জোন্স (অধিনায়ক), মার্কো আলপে, উগো বোগে, হ্যারি বার্নস, ম্যাসন ক্লার্ক, জ্যাকব কটার, আরিয়ান মান, ব্র্যান্ডন মাতজোপৌলোস, ফ্লিন মরি, স্নেহিত রেড্ডি, ক্যালাম স্যামসন, জাসকারান সান্ধু, সেলভিন সঞ্জয়, হান্টার শোরে ও হ্যারি ওয়েট।




