সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

SHARE

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বর সংলগ্ন মায়া টি-স্টোরের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন জিহাদুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজারের টেকনাফের বাসিন্দা জিহাদুল ইসলাম। সে পাইনাদী নতুন মহল্লার পিএমএ মোড়ে বসবাস করে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারিক জানান, জিহাদুলকে আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে।