আতলেতিকোকে হারিয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

SHARE

ক্যাম্প ন্যুতে দারুণ প্রত্যাবর্তন। এক গোল পিছিয়ে থেকেও আতলেতিকো মাদ্রিদকে ৩–১ গোলে হারিয়ে লা লিগায় চার পয়েন্টের লিড নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান পাকা করল বার্সেলোনা।

অক্টোবরে এল ক্লাসিকোয় ২–১ গোলে হারার পর রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে ছিল বার্সা। তবে টানা পাঁচ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে এখন হানসি ফ্লিকের দল স্বস্তির জায়গায়।
যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা। আজ রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

ম্যাচের ১৯তম মিনিটে বার্সার উচ্চ রক্ষণভাগ ভেদ করে পাওয়া লং পাস ধরে দারুণ চিপ শটে জোয়ান গারসিয়াকে পরাস্ত করেন আলেক্স বাইনা। সহকারী রেফারি প্রথমে অফসাইডের পতাকা তুললেও ভিএআর চেকের পর গোলের স্বীকৃতি মেলে।
এতে ১-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো।

মাত্র সাত মিনিট পরই সমতায় ফেরে বার্সা। পেদ্রির নিখুঁত থ্রু-বলে ডি-বক্সে ঢুকে ওবলাককে কাটিয়ে খালি পোস্টে বল জড়ান রাফিনিয়া।

এরপর ম্যাচে আধিপত্য স্থাপন করে স্বাগতিকরা।
১–১ অবস্থায় পেনাল্টিও পেয়েছিল বার্সেলোনা। আতলেতিকোর পাবলো বারিয়োসের ফাউলে স্পট-কিকে দাঁড়ান রবার্ট লেভানদোস্কি, কিন্তু স্পট কিক থেকে বল জালে পাঠাতে পারেননি পোলিশ ফরোয়ার্ড।

বিরতির পর দুই দলই তৈরি করে একের পর এক সুযোগ। তবে ৬৫তম মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত ড্রিবলিংয়ের পর তার বাড়ানো বল ধরে নিচু শটে জাল খুঁজে পান দানি অলমো। বার্সা লিদ পায় ২–১ গোলের।

সুযোগ ছিল আতলেতিকোরও। গোলরক্ষককে কাটিয়ে প্রায় শূন্যপোস্ট পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট করেন থিয়াগো আলমাদা।

শেষ পর্যন্ত ৮৭তম মিনিটে আলেহান্দ্রো বালদের ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে গোল করে জাল নড়ান ফেরান তোরেস। নিশ্চিত হয় বার্সার ৩–১ ব্যবধানের জয়।

তবে জয়ের আনন্দ কিছুটা ম্লান করে দিয়েছে দানি অলমোর কাঁধের ইনজুরি।