গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফাহর টানেলগুলোতে অবরুদ্ধ থাকা সমস্ত ফিলিস্তিনি যোদ্ধাকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে— এমন দাবি করেছে ইসরায়েল। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের চ্যানেল ১৪ একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।
সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আগামী সময়ে গাজার তথাকথিত ‘ইয়েলো জোন’ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখার পরিকল্পনা করছে এবং সেখানে তাদের সামরিক উপস্থিতি আরো জোরদার করবে।
এর আগে রবিবার, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল যে তারা গত কয়েক দিনে রাফাহর টানেলগুলোতে ৪০ জন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে। এসব তথ্য ইঙ্গিত দেয় যে, দক্ষিণ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরো তীব্রতর হয়েছে।
এদিকে, হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজাজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যায় সেখানে অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ।




