মজলুম থেকে জালিম হইয়েন না : আসিফ মাহমুদ

SHARE

ফ্যাসিবাদ নিজের ঘারে চাপিয়ে না নেওয়ার অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি সবাইকে জালিম (অত্যাচারী) না হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, মজলুম থেকে জালিম হইয়েন না, ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না।

যদিও পোস্টটি তিনি কোন প্রেক্ষিতে দিয়েছেন সেবিষয়ে স্পষ্ট করেননি। তবে নেটিজেনরা মনে করছেন, সম্প্রতি বাউলদের ওপর এবং আজ রাজধানীতে গানের আর্তনাদ অনুষ্ঠানে হামলার ঘটনায় এমন স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।