তুরস্কের অলাভজনক ইসলামী সংস্থা (আইডিডিইএফ)-এর সভাপতি মেহমেত তুরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
আজ শুক্রবার ভিসির বাসভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আইডিডিইএফ-এর আন্তর্জাতিক সমন্বয়কারী সালাহউদ্দিন সিলান তাঁর সঙ্গে ছিলেন।
আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এ কথা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, প্রকল্পের স্থপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইডিডিইএফ-এর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এই প্রকল্পের একটি ডিজিটাল জরিপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
বর্তমানে মসজিদের চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইডিডিইএফ কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শিগগিরই নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।




