গাজায় যুদ্ধবিরতির পর মূল্যস্ফীতি কিছুটা কমে আসার প্রেক্ষাপটে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক সোমবার সুদের হার এক-চতুর্থাংশ পয়েন্ট কমিয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে প্রথম।
বিশ্লেষক ও আর্থিক বাজারের ব্যাপক প্রত্যাশা অনুযায়ী, নীতিনির্ধারক সুদের হার ৪.৫ শতাংশ থেকে কমিয়ে ৪.২৫ শতাংশ করা হয়, যা অন্যান্য বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি শিথিল করার পর এবং গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠী হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র-সুবিধাজনক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আসে।
এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘মৌদ্রিক কমিটির নীতি মূল্যস্থিতি, অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা এবং বাজারের স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিচ্ছে। সুদের হারের পথ নির্ধারিত হবে মূল্যস্ফীতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং রাজস্বগত উন্নয়নের ভিত্তিতে।
’
গাজা যুদ্ধ শুরুর সময় ২০২৪ সালের জানুয়ারিতে কমিটি সুদের হার এক-চতুর্থাংশ পয়েন্ট কমিয়েছিল, কিন্তু এর পর থেকে তারা রক্ষণশীল অবস্থান নেয়—দুই বছরের সংঘাত চলাকালে সতর্কতার পথই বেছে নেয়, যখন সরবরাহ-সংকটের কারণে মূল্যচাপ বেড়ে উঠেছিল।
কিন্তু ইসরায়েলের মূল্যস্ফীতি এখন কমেছে এবং অক্টোবরেও ২.৫ শতাংশ স্থিত ছিল, যা বার্ষিক ১-৩% লক্ষ্যসীমার মধ্যে পড়ে।
কেন্দ্রীয় ব্যাংক স্বীকার করেছে, গত দুই মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে ‘পূর্বাভাসদাতারা ধারণা করছেন বছরের শেষে এতে সামান্য বৃদ্ধি হবে, এরপর তা কমে গিয়ে লক্ষ্যসীমার মধ্যবিন্দুর কাছে স্থিত হবে।’
ব্যাংক আরো জানিয়েছে, শ্রমবাজার এখনো উত্তপ্ত এবং মজুরিচাপ বাড়ছে।
দুই বছরের গাজা যুদ্ধে ১০ অক্টোবরের যুদ্ধবিরতি সংঘাত কমিয়েছে এবং যদিও তা ক্রমেই ভঙ্গুর হয়ে উঠছে, আপাতত ভূ-রাজনৈতিক ঝুঁকি কমেছে ও মূল্যচাপও হালকা হয়েছে।




