ভারতের বিপক্ষে নাটকীয় এক সুপার ওভারে জিতে আগেই এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে তাদের প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে টানটান উত্তেজনার পর শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়েছে পাকিস্তান ‘এ’ দল। আগামী ২৩ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৩ রান করেছিল পাকিস্তান ‘এ’ দল। যেখানে তাদের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৩৯ রান করেন গাজী ঘোরি। বিপরীতে শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ৪ উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়ায় নেমে কক্ষপথেই ছিল লঙ্কান শিবির। কিন্তু শেষ দুই ওভারে ২০ রানের সমীকরণ মেলাতে পারেনি। তাদের পক্ষে মিলান রত্ননায়েক সর্বোচ্চ ৪০ রান করেন। আর পাকিস্তানের সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম শিকার করেন ৪টি করে উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ‘এ’ দলের শুরুটা ছিল দারুণ। ৩.৩ ওভারে ৩০ রান তোলার পরই তারা ওপেনার মোহাম্মদ নাঈমকে (১৬) হারায়। খানিক বাদেই ফেরেন আরেক ওপেনার মাজ সাদাকাত (২৩)। ৬–৭ রানের গণ্ডিতে আটকে অল্প সময়ের ব্যবধানে আউট হয়েছেন ইয়াসির খান, মোহাম্মদ ফাইক ও ইরফান খান। শেষ পর্যন্ত গাজী ঘোরির ৩৯, সাদ মাসুদের ধীরগতির ২২ ও আহমেদ দানিয়ারের ২২ রানের ঝোড়ো ক্যামিওতে দেড়শ (১৫৩) পেরোনো পুঁজি পায় পাকিস্তান।
লঙ্কান ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় তিনি ১ উইকেট নিয়েছেন। তবে তাকে ছাপিয়ে প্রমোদ মাদুশান ৪ এবং ট্রাভিন ম্যাথিউ শিকার করেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দুর্দান্ত। দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও ভিষেন হালামবাগে মিলে ১.২ ওভারে ২৯ রান তুলে ফেলেন। ক্রুসপুল্লে ৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৭ রানে আউট হলে উদ্বোধনী জুটি ভাঙে। একপ্রান্ত আগলে রেখে হালামবাগে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ঠিকই, অন্যপাশে ছিল সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। ফলে ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে জয়ের পথ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে ছিল লঙ্কানরা। হালামবাগে আউট হয়েছেন ২৯ রান করে।
নবম উইকেট জুটিতে মিলান রত্ননায়েক ও ম্যাথিউ মিলে ৪৭ রান তুলে ফের জয়ের আশা জাগিয়ে তোলেন। তবে শেষের সমীকরণ মেলানো হয়নি লঙ্কানদের। ১৮তম ওভারে ১৪ রান তোলার পর শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২০ রান। হাতে ছিল ২ উইকেট। ১৯তম ওভারে ৬ এবং শেষ ওভারে ৯ রান তুলতেই সেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৪৮ রানে গুটিয়ে ৫ রানের হারে তাদের বিদায় নিশ্চিত হয়। রত্ননায়েক করেন ৪০ রান। বিপরীতে পাকিস্তানের জয় নিশ্চিতের পথে ৩টি করে শিকার ধরেন সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম।




