ভূমিকম্পে আরমানিটোলার কসাইটুলিতে ৩ জন নিহত

SHARE

রাজধানীর পুরানঢাকার কসাইটুলিকে ভয়াবহ ভূমিকম্পের কারণে একটি ভবনের রেলিং পড়ে তিনজন পথচারি নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকার বিভিন্ন স্থানে কিছু ভবন হেলে পড়েছে এবং বেশ কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে।

ভয়াবহ কম্পন রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫.৭ রিখটার স্কেল। এই কম্পন বাংলাদেশ ও ভারতের কিছু অংশেও অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর থেকে শহরজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।