প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক উল্লেখ করে এই চিঠি পাঠিয়েছেন তিনি।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকাস্থ রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর এ নিকোলায়েভ এই চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে দিমিত্রি মেদভেদেভ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গতিশীল সম্পর্কের কথা উল্লেখ করেছেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে বলেই চিঠিতে উল্লেখ করেন রুশ প্রধানমন্ত্রী । এই সুসম্পর্কের কারণে প্রাকৃতিক গ্যাস উত্তোলন ও সরবরাহ, কৃষি এবং পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রস্থাপনসহ দুই দেশের মধ্যে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলেও মত দেন তিনি।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে অনুরোধ করেন রাশিয়ার প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাশিয়ার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে রাষ্ট্রদূতের মাধ্যমে শুভেচ্ছা জানান।