২২ বছর আগে সালমান খানের ক্যারিয়ারে যখন খুব একটা ভালো সময় যাচ্ছিল না, ঠিক তখন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘তেরে নাম’। সিনেমাটি মুক্তির পর বক্স অফিস সাফল্যে অভিনেতার ভাগ্যের চাকাও ঘুরে যায়। সে সময় ক্যারিয়ার ম্লান থাকলেও মেজাজে কোনো ভাটা ছিল না ভাইজানের। এক অভিনেত্রীকে সে সময় হুমকি দিয়েছিলেন, ভয় দেখিয়েছিলেন সালমান!
ঘটনাটি ২০০৩ সালের।
‘তেরে নাম’ ছবিতে ভূমিকা চাওলার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দিরা কৃষ্ণন। এক দৃশ্যে ভূমিকা ও তার বোনের সঙ্গে সালমানের বিরোধ দেখানোর কথা ছিল। শুটের ফাঁকে সালমান মজা করেই ইন্দিরাকে ভয় দেখাতে শুরু করেন—বললেন, যদি তার গায়ে হাত লাগে, তাহলে নাকি ক্যারিয়ার শেষ করে দেবেন! এমনকি ইন্ডাস্ট্রিতে তার কাজ পাওয়াও বন্ধ করে দেবেন।
শুধু তা-ই নয়, এই বলেও ভয় দেখাতেন যে, যদি তিনি দৃশ্য অনুযায়ী মারেন, তবে সংবাদমাধ্যমে গিয়ে বলবেন, ‘তুমি আমাকে মেরেছো।
’
এমন কথা শুনে হতভম্ব ইন্দিরা কান্না শুরু করে দেন। সালমানের দেহরক্ষীও এসে বারবার সতর্ক করতে থাকেন, ‘ভাইয়ের গায়ে হাত দিলে কিন্তু রক্ষা নেই!’ প্রায় এক ঘণ্টা ধরে এমনটা চলতে থাকে। শেষে সালমান হাসিমুখে জানান, সবটাই নাকি মজার ছলে করা হয়েছিল।
সেটে সালমান বরাবরই হাসিখুশি ও রসিক স্বভাবের জন্য পরিচিত।
সহ-অভিনেতাদের সঙ্গে এভাবেই দুষ্টুমি করতে পছন্দ করেন বলিউড ‘ভাইজান’।