নিউইয়র্কের টাইমস স্কয়ারে কিশোরের গুলিবর্ষণ

SHARE

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ১৭ বছর বয়সী এক তরুণ গুলি চালিয়ে তিনজনকে আহত করেছে। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) এ তথ্য জানিয়েছে।

এই গুলিবর্ষণের ঘটনা ঘটে ৪৪তম স্ট্রিট ও সেভেন্থ এভিনিউয়ের সংযোগস্থলে, যা শহরের ব্যস্ততম পর্যটনকেন্দ্র থিয়েটার জেলার মাঝামাঝি অংশে অবস্থিত। স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটের দিকে এক বিবাদের জেরে এ ঘটনা ঘটে বলে এনওয়াইপিডির এক মুখপাত্র জানিয়েছেন।

গুলিতে ১৮ বছর বয়সী এক তরুণীর ঘাড়ে সামান্য আঘাত লাগে, আর ১৯ বছর বয়সী এক তরুণ ও ৬৫ বছর বয়সী এক পুরুষের পায়ের নিচের অংশে গুলির আঘাত লাগে। তবে কারো আঘাতই প্রাণঘাতী নয় বলে পুলিশ জানিয়েছে।

আহত তিনজনকে নিউইয়র্ক সিটির বেলভিউ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাদের অবস্থা স্থিতিশীল বলে নির্ধারণ করা হয়েছে।

মুখপাত্র আরো জানান, অপরাধীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
তবে সন্দেহভাজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এখনো গঠন করা হয়নি।

এর আগে গত মাসের শেষ দিকে ম্যানহাটনের একটি বহুতল ভবনে এক বন্দুকধারী চারজনকে গুলি করে আহত করার পর আত্মহত্যা করেছিল।