ইসরায়েলি অভিযানে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৩২ জন। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ও এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছে।
হতাহতের সংখ্যা বাড়তে পারে।
হামলা হচ্ছে পুরো গাজাজুড়ে। দক্ষিণ গাজায় ইসরায়েলি ট্যাংকগুলো থেকে হামলা হচ্ছে। গাজা থেকে আল জাজিরার আরবি সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলো খান ইউনিসের আবাসান শহরের পূর্বাঞ্চলে গোলাবর্ষণ করছে, একই সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটছে।
অবরুদ্ধ এই উপত্যকার স্কুল, হাসপাতাল, মসজিদ, আবাসিক ভবনসহ বেশির ভাগ স্থাপনাই ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।
আল জাজিরা লাইভে বলা হয়েছে, মঙ্গলবার সকালে আধা ঘণ্টায় গাজায় ৩৫টিরও বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে। অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা মৃত ও আহতদের সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। গাজা উপত্যকায় গতকাল সোমবার থেকে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
সূত্র : আলজাজিরা