রেকর্ড গড়া জয়ের পুরস্কার পেয়েছে পাকিস্তান। গতকাল দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারানো মোহাম্মদ রিজওয়ানের দল আজ র্যাংকিংয়ের দুইয়ে উঠেছে। আজ আইসিসির হালনাগাদে এমন সুসংবাদই পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক। চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের জন্য সুসংবাদই বটে।
এতে করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে পাকিস্তান। সর্বশেষ সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করা ভারত ১১৯ রেটিং নিয়ে সবার ওপরে। দুইয়ে থাকা পাকিস্তানের বর্তমান রেটিং ১১১। সমান রেটিং অবশ্য অস্ট্রেলিয়ারও।
তবে এক ধাপ এগানো পাকিস্তান অস্ট্রেলিয়ার চেয়ে কম ম্যাচ খেলায় দুইয়ে উঠেছে।
শ্রীলঙ্কার কাছে গতকাল হেরেই তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথে দুই ম্যাচ জেতা নিউজিল্যান্ড এক ধাপ এগিয়ে চারে উঠেছে। তাদের রেটিং পয়েন্ট ১০২।
আর গতকাল রেকর্ড ৩৫৩ রানের লক্ষ্য দিয়েও হারা দক্ষিণ আফ্রিকা পাঁচে নেমে গেছে। প্রোটিয়াদের বিদায়য়ে আগামীকাল করাচির ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।
ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দশের শেষ পাঁচের কোনো উন্নতি-অবনতি হয়নি। ১০ নম্বরে থাক ওয়েস্ট ইন্ডিজের ওপরে আছে বাংলাদেশ। আর ৬ থেকে ৮ নম্বরে আছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান।