রাশিয়ার রাজধানী মস্কোয় বড় ধরনের হামলা চালালো ইউক্রেন। রোববার (১০ নভেম্বর) একযোগে আঘাত হেনেছে কমপক্ষে ৩৪টি ড্রোন। টানা তিন ঘণ্টা ধরে চলে অভিযান।
২০২২ সালে দু’দেশের যুদ্ধ শুরুর পর রুশ রাজধানী লক্ষ্য করে এটাই সবচেয়ে বড় হামলা। তিনটি প্রধান বিমানবন্দরে বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল বিমান ওঠানামা। পরিবর্তন করে দেয়া হয় অবতরণের অপেক্ষায় থাকা বিমানের রুট। সবচেয়ে বেশি ড্রোন ছোড়া হয়েছে রামেনস্কো, কোলোমনা ও দোমোদেভো শহরে। রামেনস্কোয় চারটি ভবনে আগুন ধরে যায়।
গত সেপ্টেম্বরেও হামলার শিকার হয়েছিল অঞ্চলটি। ছয় অঞ্চলে অন্তত ৮৪টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। ইউক্রেনেও হয়েছে বড় ধরনের হামলা। কিয়েভ জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত ১৪৫টি ড্রোন ছুড়েছে মস্কো। এর মধ্যে ভূপাতিত করা হয়েছে অন্তত ৬২টি। ওডেসায় বিধ্বস্ত হয়েছে একাধিক ভবন।