৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত

SHARE

rafayel bimanফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান কিনতে চূড়ান্ত চুক্তি করেছে ভারত। শুক্রবার ফ্রান্স সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে মোদি জানান ‘ জটিল অপারেশনগুলিতে ভারতের যুদ্ধবিমান প্রয়োজন সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমি প্রেসিডেন্টকে অনুরোধ করেছি দ্রুত আমাদের ৩৬টি রাফায়েল জেট সরবারহ করতে।’

যুদ্ধ বিমানের ক্ষেত্রে ফ্রান্স সবসময়ই ভারতের বিশ্বস্ত সরবারহক বলেও মন্তব্য করেন মোদি

প্রধানমন্ত্রী আশা করছেন এই সংক্রান্ত শর্তাবলী নিয়ে দু’দেশের সরকারি কর্মকর্তারা দ্রুত সমঝোতায় পৌঁছবেন।

এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার শনিবার জানিয়েছেন আগামি দুই বছরের মধ্যে রাফায়েল বিমানগুলি ভারতের বিমানবাহিনীতে যুক্ত হবে।

সরাসরি ৩৬ টি বিমান কেনার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে এই চুক্তিটি নিয়ে যে অচলাবস্থা ছিল শেষ পর্যন্ত ভারত সেই বরফ গলাতে পেরেছে।