চেলসি ছাড়লেন পচেত্তিনো

SHARE

প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হওয়ার পর চেলসি ছাড়লেন কোচ মাউরিসিও পচেত্তিনো। স্ট্যামফোর্ড ব্রিজে মাত্র এক মৌসুম কাটানোর পর ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছাড়াছাড়ি হয়ে গেছে এই আর্জেন্টাইনের।

গত ১ জুলাই চেলসির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। তখন যদিও দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ৫২ বছর বয়সী কোচ। এমনকি চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগও ছিল। কিন্তু মাত্র এক মৌসুম শেষেই বিদায় নিতে হলো তাকে।

পচেত্তিনোর অধীন সদ্য সমাপ্ত মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি চেলসির। তবে শেষদিকে টানা পাঁচ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থান নিশ্চিত করে ব্লুজরা। এ ছাড়া কারাবো কাপের রানার্সআপ হওয়ার পাশাপাশি এফএ কাপের সেমিফাইনালেও উঠেছিল তারা।

সবশেষ পাঁচ বছরে ছয়বার কোচ পাল্টেছে চেলসি। এর মধ্যে টমাস টুখেল ও গ্রাহাম পোটারকে বরখাস্ত করার পর ২০২২-২৩ মৌসুমের শেষদিকে সাময়িকভাবে দায়িত্ব নিয়েছিলেন ক্লাবের সাবেক অধিনায়ক ফ্র্যাঙ্ক ল্যম্পার্ড। এরপর আনা হয় পচেত্তিনোকে।

পচেত্তিনো বিদায় নেওয়ায় নতুন মৌসুম শুরুর আগেই নতুন কোচের সন্ধানে নামবে চেলসি।