শিশুদের ঘুম পাড়াতে নয়া অ্যাপ নিয়ে এল নিউ ওর্য়ক ভিত্তিক এক সংস্থা। বহু বাবা-মায়ের কাছে সন্তানদের ঘুম পাড়ানো সমস্যা হয়ে দেখা দেয়। তাদের জন্যই এই অ্যাপ তৈরি করা হয়েছে। এর ফলে লক্ষাধিক মানুষ উপকরণ হবেন বলে জানা মনে করছেন চিকিৎসকরা।
শিশু চিকিৎসক ও মনোবিদদের পরামর্শ নিয়ে তৈরি করা হয়েছে এই অ্যাপ। নয়া এই অ্যাপটির নাম ‘Kids Sleep Dr’. কিভাবে শিশুদের সহজে ঘুম পাড়ানো যায় তার জন্যই এই অ্যাপ চালু করা হচ্ছে। নানা পন্থার কথা উল্লেখ করা হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় ২ লক্ষেরও বেশি শিশু ঘুমের সমস্যায় ভোগে। তাদের উপকারে আসবে বলে মনে করা হচ্ছে। শিশুদের শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ঘুম অত্যন্ত জরুরী। অ্যান্ড্রয়েড ফোনে বিনামূল্যে পাওয়া যাচ্ছে এই অ্যাপ।