সাকিবের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসছে বিসিবি

SHARE

বিশ্বকাপ শুরুর আগে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর অবসরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। তবে বিষয়টি নিয়ে আরও সুনিশ্চিত হতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে বোর্ড তাই শিগগিরই তার সঙ্গে আলোচনায় বসবে।
মি. অলরাউন্ডারকে ২০২৩-২৫ চক্রে টেস্টে নিয়মিত পাওয়া যাবে কিনা, সেটি পরিষ্কার নয়। ওয়ানডে বিশ্বকাপের আগে একটি সাক্ষাৎকারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর অবসরের কথা জানালেও বোর্ডকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি ৩৬ বর্ষী ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত হতেই আলোচনায় বসতে চায় বিসিবি।
চলতি বিশ্বকাপে চোটে পড়ায় ভারতের বিপক্ষে খেলতে পারেননি সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করার সময় আঙুলের চোটে পড়েন। পরে জানা যায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তিনি দেশে ফেরেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও তিনি খেলতে পারবেন না।