প্রধানমন্ত্রীর কৃপায় তিস্তায় বেড়িবাঁধ : সমাজকল্যাণ মন্ত্রী

SHARE

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতি বছর বন্যায় বসতভিটা ফসলি জমি হারানো তিস্তা পাড়ের মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃপা ও করুনা করে তিস্তার বাম তীরে বেড়িবাঁধ দিচ্ছেন। চিরদিনের জন্য তিস্তাপাড়ের মানুষের দুঃখের দিন শেষ হতে চলছে।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা চৌরাহা এলাকায় তিস্তা নদী ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষের তথা নদী ভাঙন রোধে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বেড়িবাঁধের জন্য। যদিও তা অপ্রতুল। তবুও এ বাঁধ সংরক্ষণে যত টাকা লাগবে বঙ্গবন্ধর কন্যা আপনাদের স্বার্থে দিয়ে যাবেন। আপনাদের দুঃখ ঘোচাতে প্রধানমন্ত্রী বেড়িবাঁধ দিয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে তার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবেন তিস্তাপাড়ের মানুষ তথা এ দেশের মানুষ ততদিন নিরাপদ থাকবে। আগামী দিনে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা ক্ষমতায় আসলে তিস্তাপাড়ের মানুষের আর কোন দুঃখ থাকবে না। তিস্তা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধান করা হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিকুল আলম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।

এর আগে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দক্ষিণ বালাপাড়া কামিল মাদরাসার চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।