বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রী-জয় ছাড়া বিলবোর্ড নয়: ছাত্রলীগ

SHARE

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ছাড়া নিজের ছবি দিয়ে বিলবোর্ড ও ব্যানার না টানাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন করেছেন সংগঠনটির দুই শীর্ষ নেতা। নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেন তারা।image_111452_0

বুধবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ নিষেধাজ্ঞার কথা জানান।

বিবৃতিতে বলা হয়, “ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনেকেই ব্যক্তিনামে ও ব্যক্তিগত ছবি ব্যবহার করে বিলবোর্ড টানাচ্ছেন, যা বাংলাদেশ ছাত্রলীগের অতীত ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।”

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রলীগের শীর্ষ দুই নেতা বলেন, “যদি কোনো ইউনিট অথবা ব্যক্তিপর্যায়ের কেউ ব্যানার, ফেস্টুন টানানোর ইচ্ছে প্রকাশ করেন, তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশরত্ন শেখ হাসিনা এবং তারুণ্যের প্রতীক সজীব ওয়াজেদ জয় ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করবেন না।”

নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”