জার্সিটা আজই দেখলাম; ভালো লেগেছে : বিসিবি সভাপতি

SHARE

বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন হওয়ার পর থেকেই আজ সোমবার সোশ্যাল সাইটে তুমুল আলোচনার সূত্রপাত হয়। লাল এবং সবুজ- দুটি রংয়ের জার্সি নিয়ে বিশ্বকাপে যাবে টাইগাররা। ক্রিকেটপ্রেমীদের অভিযোগ, জার্সি দুটি আয়ারল্যান্ড-পাকিস্তান কিংবা জিম্বাবুয়ের জার্সির মতো লাগছে। এতে লাল-সবুজের মিশ্রণ নেই। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ সাংবাদিকদের বলেছেন, তার কাছে দলের জার্সিটা ভালোই লেগেছে।

জানা গেছে, মোট ২০টি নকশা তৈরি করে তা অনুমোদনের জন্য বোর্ডে জমা দেওয়া হয়। সেগুলো থেকেই দুটি রংয়ের জার্সি চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিক নকশায় সবুজ জার্সিতে ‘বাংলাদেশ’ ও ক্রিকেটারদের জার্সি নম্বর লেখা ছিল লাল রঙে। কিন্তু আইসিসির নির্দেশনায় সেটি শেষ পর্যন্ত তা সাদা করা হয়েছে। জার্সি বিতর্ক নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘জার্সিটা ভালো লেগেছে। আজই প্রথম দেখলাম। জানা মতে, জার্সিটা খেলোয়াড়দের মতামত নিয়েই করা হয় প্রতিবার। ওরা যখন খুশি, আমিও খুশি।’

আনুষ্ঠানিক উন্মোচনের পর আজই বাজারে চলে এসেছে জাতীয় দলের জার্সি। দাম রাখা হয়েছে ১১৫০ টাকা। কেনা যাবে নির্দিষ্ট দোকান আর অনলাইন থেকে। তবে এটা কিনতে আগ্রহ হারিয়ে ফেলেছেন ক্রিকেটপ্রেমীরা। তারা জার্সি পরিবর্তনের দাবি জানাচ্ছেন। লাল-সবুজের জার্সিই সবসময় দেখে অভ্যস্ত সবাই। কিন্তু এবার পুরোপুরি ভিন্ন দুটি জার্সি খুশি করতে পারেনি ক্রিকেটপ্রেমীদের। জার্সিতে লাল-সবুজ মিশ্রণ না থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বললেন, ‘লাল রঙের জার্সি তো আমরা আলাদা করে করেছি।’