বিশ্বকাপে ক্রিকেটারদের সোশ্যাল সাইট এড়িয়ে চলার পরামর্শ অধিনায়কের

SHARE

ক্রিকেট মানেই সমর্থকদের মাঝে উন্মাদনা। বিশ্বকাপের সময় তা আরও বড় আকার ধারণ করে। মাঠে খেলেন ক্রিকেটাররা, আর অলিতে গলিতে চায়ের কাপে ওঠে ঝড়। ইদানিং সোশ্যাল সাইটের কল্যাণে ক্রিকেটপ্রেমীদের কষ্ট করে চায়ের দোকান পর্যন্ত যেতে হয় না। ঘরে বসেই চলে আলোচনা-সমালোচনা এমনকী গালাগালি। এসব একজন ক্রিকেটারের মনে প্রভাব ফেলতে যথেস্ট। তাই বিশ্বকাপের সময় সোশ্যাল সাইট এড়ানোর পরামর্শ অধিনায়ক মাশরাফির কণ্ঠে।

আজ সোমবার মিরপুর শের-ই-বাংলায় বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার ক্যাপ্টেন মাশরাফি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের ভালো কিংবা খারাপ ক্রিকেট খেলতে কখনো সাহায্য করবে না বা প্রভাব ফেলবে না। বিশেষভাবে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা যদি বলি, আমার কাছে মনে হয় এটার দিকে নজর না দেয়াই ভালো হবে।’

সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনায় পরিস্কার হয়েছে যে, ফেসবুক বা এই জাতীয় সোশ্যাল সাইট তরুণ ক্রিকেটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কেউ খারাপ খেললে তার বিরুদ্ধে ভক্ত-সমর্থকদের আক্রমণাত্বক কমেন্ট বেশিরভাগ সময়েই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। যে কারণে একাধিক ক্রিকেটার ফর্ম ফিরে পেতে সোশ্যাল সাইট ব্যবহার বন্ধ করেছেন এবং সুফল পেয়েছেন। তাই বিশ্বকাপে সোশ্যাল সাইট ব্যবহার করার বিপক্ষে গেলেও এটাকে ব্যক্তিগত বক্তব্য হিসেবেই উল্লেখ করেছেন মাশরাফি।

তিনি আরও বলেন, ‘এটা আবার যার যার ব্যক্তিগত বিষয়। সোশ্যাল মিডিয়ায় তো আমি আছি। কিন্তু এটা আমাকে ইফেক্ট করে না। আমি জানি সাকিবকেও করে না। অন্য কাউকে করতে পারে। যাকে করে সেটা তার বুঝতে হবে। এটার জন্য টিম রুলস জারি করার কিছু নেই। এটা ব্যক্তিগত বিষয়। যেহেতু সমস্যা তৈরি করে তাই এটার থেকে ‍দূরে থাকতে পারলে ভালো। দুইটা মাস টোটাল মনোযোগ বিশ্বকাপ কেন্দ্রিক থাকা ভালো হবে। আমাদের দল ও দেশের ক্রিকেটের জন্য ভালো হবে।’