চলছে মিডিয়া ইয়ুথ লিডারশিপ সামিট

SHARE

নিউ মিডিয়ায় কর্মরত তরুণ গণমাধ্যমকর্মীদের নিয়ে ঢাকায় চলছে ভিন্ন ধারার এক সম্মেলন। রাজধানীর ধানমণ্ডিস্থ ইএমকে সেন্টারে চলমান ছয় দিনের এই সম্মেলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট, রেডিও, ফিল্ম এবং নিউ মিডিয়াতে কাজ করতে আগ্রহী তরুণরা। শুক্রবার ছুটির আবহে image_109066_0সম্মেলনে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে।

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হওয়া ‘মিডিয়া ইয়ুথ লিডারশিপ সামিট ২০১৪’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন আমেরিকান সেন্টার এর সি.এ.ও জর্জ মেস্থস। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃক প্রতিষ্ঠাতা শহিদুল আলম, প্রিয়.কম সি.ই.ও জাকারিয়া স্বপন এবং ইএমকে সেন্টার এর প্রযোজক এম.কে. আরেফ। সম্মেলনের আয়োজন করেছে ইয়ুথ অর্গানাইজেশন ড্রিম অন।

আয়োজকরা জানিয়েছেন, তরুণরা যাতে সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে নিজেদেরকে নেতৃত্বদানের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়, সেই উদ্দেশ্যেই এই সম্মেলনের আয়াজন করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সম্মেলন চলবে।