লতিফ সিদ্দিকীর এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

SHARE

latif21বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইউনুছ আলী আকন্দ।

আগামী রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

রিটে বিবাদী করা হয়েছে- জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আব্দুল লতিফ সিদ্দিকিসহ ৪ জনকে।

এর আগে বুধবার এ বিষয়ে একটি লিগ্যান নোটিশ পাঠান এই আইনজীবী।

উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমপি বর্তমানে জেলহাজতে রয়েছেন।