হজযাত্রীদের রেজিস্ট্রেশন ১৫ ডিসেম্বর শুরু

SHARE

hojআগামী বছর ২০১৫ সালে হজে যেতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ২ মাস এগিয়ে আনা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর এই কার্যক্রম শুরু হবে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ কথা জানান।

ধর্মমন্ত্রী বলেন, ১৫ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে নিবন্ধন করার সময় নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট-এমআরপি বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রতারণার অভিযোগে চিহ্নিত ২১টি হজ্জ এজেন্সির লাইসেন্স বাতিল করার পাশাপাশি জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ধর্মমন্ত্রী প্রত্যেক হজযাত্রীর এমআরপি পাসপোর্ট আগে সংগ্রহ করার জন্য বলেন।