রিভিউ খারিজ, মওদুদকে বাড়ি ছাড়তেই হচ্ছে

জাল দলিল করেও গুলশানের বিশাল বাড়ির মালিকানা ধরে রাখতে পারলেন না ব্যারিস্টার মওদুদ আহমেদ। বাড়িটি তাঁর ভাইয়ের নামে করার সব চেষ্টাই বিফল হল রিভিউ খারিজের রায়ে।

SHARE

নিজস্ব প্রতিবেদক :

জাল দলিল করেও গুলশানের বিশাল বাড়ির মালিকানা ধরে রাখতে পারলেন না ব্যারিস্টার মওদুদ আহমেদ। বাড়িটি তাঁর ভাইয়ের নামে করার সব চেষ্টাই বিফল হল রিভিউ খারিজের রায়ে।

রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ কিছু পর্যবেক্ষণসহ মওদুদ আহমেদের রিভিউ খারিজ করে দেন। একই সঙ্গে এ প্রসঙ্গে মওদুদ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে না বলে আপিলের রায়ও বহাল রাখা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে বাড়িটি অবৈধভাবে ভোগ করছিলেন ব্যারিস্টার মওদুদ। পরে তিনি একটি জাল দলিল করে ভাইয়ের নামে বাড়িটির নামজারির চেষ্টা করেন। এখন চূড়ান্ত রায়ের পর বাড়িটি আর মওদুদ আহমেদের দখলে থাকবে না।

তবে, রায় মানলেও সব আইনি প্রকৃয়া শেষ হবার আগে বাড়ি ছাড়বেন বলে জানিয়েছেন মওদুদ আহমেদ।