ছাত্রলীগ সভাপতির গালে চড়ের মূল্য ১ হাজার টাকা

SHARE

JU logoজগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফ.এম.শরিফুল ইসলামের গালে চড়ের মূল্য ১ হাজার টাকা! ছাত্রলীগ সভাপতির গালে চড় মারার কারণে একই সংগঠনের এক কর্মীর ১ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৬ মে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৩৪-তম সভায় এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা কাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৬৩-তম সিন্ডিকেট উঠছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রকৌশলী মু.ওহিদুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময়ে নিজ এলাকার এক পরীক্ষার্থীকে সহায়তা করার জন্য চলতি বছরের ৩১ জানুয়ারি ডিন অফিসে যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম নাভিদ। সেখানে (ডিন অফিসে) আগে থেকেই উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি এফ.এম.শরিফুল ইসলাম। এসময় ছাত্রলীগ সভাপতিকে দেখার পরও সালাম না দেওয়ায় নাভিদের উপর ক্ষিপ্ত হন তিনি (শরিফ)। একই সাথে তিনি নাভিদের গালে চড় মারেন। জবাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি এফ.এম.শরিফুল ইসলামের গালে পাল্টা চড় বসিয়ে দেন তারই সংগঠনের কর্মী সাইফুল ইসলাম নাভিদ। এর পর সেখানে উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা শরিফের নির্দেশে নাভিদকে বেধড়ক মারধর করে। পরে প্রক্টর ও পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় সুমনা হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ঘটনার পরের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট নাভিদের শাস্তির জন্য আবেদন করেন ছাত্রলীগ সভাপতি শরিফ। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নাভিদকে ওই দিনই সাময়িক বহিস্কার করে। প্রশাসনের এমন সিদ্ধান্ত ব্যাপক সমালোচিত হয়।

পরে গত ২৬ মে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৩৪-তম সভায় ওই বিষয়টি উপস্থাপিত হয়। সেখানে বহিস্কারাদেশ প্রত্যাহার করে ১ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। যা আজ বিশ্ববিদ্যালয়ের ৬৩-তম সিন্ডিকেট উঠছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রকৌশলী মু.ওহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ সভাপতির সাথে তারই সংগঠনের এক কর্মীর যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তা বিশ্ববিদ্যালয়েন শৃঙ্খলা কমিটিতে উঠেছিল। শৃঙ্খলা কমিটি ওই ছাত্রলীগ কর্মীর ১ হাজার টাকা জরিমানা নির্ধারণ করেছে। যা বিশ্ববিদ্যালয়ের ৬৩-তম সিন্ডিকেটে উঠছে।