ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ জয়

SHARE

srilon_eএজবাস্টনে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

টস জিতে প্রথম ব্যাট করে ২১৯ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক অলেস্টার কুক । এছাড়া ইয়ান বেল ৩৭ এবং ক্রিস জর্ডন ৩০ রান করেন। শ্রীলঙ্কার সফল বোলার লসিথ মালিঙ্গা। ৫০ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন মালিঙ্গা।

ইংল্যান্ডের দেয়া ২২০ রান তাড়া করতে নেমে ৪৮.২ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ম্যাচ ও সিরিজ পকেটে পুরে নেয়ে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৬০ রান করেন লাহিরু থ্রিমানে। মাহেলা জয়বর্ধনে ৫৩ এবং অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৪২ রান করেন।

শ্রীলঙ্কা সিরিজ জিতলেও তবে এই ম্যাচকে ঘিরে রয়েছে ইংল্যান্ডের জোস বাটলারের বিতর্কিত রানআউট।

বাটলার নন-স্ট্রাইকে ছিলেন। কিন্তু স্পিনার সচিত্র সেনানায়েকে বল ছোড়ার আগে বাটলার ক্রিজ ছেড়ে বের হয়ে গিয়েছিলেন। প্রথমবার সেনানায়েকে সতর্ক করেছিলেন। কিন্তু পরেরবার বাটলার আবারও বের হয়ে গেলে সেনানায়েকে বেল তুলে নিয়ে আবেদন করেন। দুই আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী আউট হয়েছেন বাটলার। যদিও এই আউট আন্তর্জাতিক ক্রিকেটে নেই বললেই চলে।

সেনানায়েকের বোলিং অ্যাকশন নিয়ে সমপ্রতি বিতর্ক চলছে। আর আবারও তিনি নতুন বিতর্কে জড়ালেন।