নেপালের দুর্গতদের সহায়তায় প্রাণ আপ কনসার্ট

SHARE

concert pran upভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জনগণকে সহায়তা করতে প্রাণ আপ কনসার্ট আয়োজিত হচ্ছে। ২১ মে কলাবাগান মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রাণ বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান।

আনিসুর রহমান জানান, কনসার্টে গান পরিবেশন করবেন এলআরবি, সোলস, ফিডব্যাক, আর্ক, ব্ল্যাক, শূন্য, পেন্টাগনসহ পাওয়ার ভয়েসের সজল ও রেশমী এবং এ সময়ের জনপ্রিয় ব্যান্ড।

সঙবাদ সম্মেলনে জানানো হয়, ২১ মে বেলা তিনটায় কনসার্ট শুরু হবে। ১৪ মে থেকে ঢাকার সব স্বপ্ন আউটলেট থেকে কনসার্টের টিকেট সংগ্রহ করা যাবে। টিকেটের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। কনসার্টের দিন কলাবাগান মাঠ থেকেও টিকেট সংগ্রহ করা যাবে।

আনিসুর রহমান জানান, টিকেট বিক্রি থেকে পাওয়া অর্থ নেপালের দুর্গতদের সাহায্যার্থে দেয়া হবে। এ কনসার্টের মিডিয়া পার্টনার জাগো নিউজ২৪.কম।

সংবাদ সম্মেলনে প্রাণ বেভারেজ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম, ই মেকার্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর নাইম আশরাফ ও প্রাণ-এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।